ক্রুগার ন্যাশনাল পার্ক গল্প গ্রন্থটি একটি সুখপাঠ্য গ্রন্থ। গ্রন্থটিতে ১২টি গল্প সন্নিবিষ্ট হয়েছে। গল্পগুলোতে এক একটি কাহিনীর মাধ্যমে জীবনের এক একটি দিকের কথা তুলে ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে এক একটি মূল্যবোধের কথা, যা পাঠক চিত্তকে একটু হলেও নাড়া দিবে বলে আমাদের বিশ্বাস। লেখকের লেখার একটি বৈশিষ্ট্য হল তিনি সহজ কথা সহজভাবে প্রকাশ করতে পারেন; অনেক কঠিন এবং রূঢ় কথাও তিনি সহজভাবে তুলে ধরতে পারেন। তাই তাঁর লেখা হয় প্রাঞ্জল, সহজবোধ্য এবং সুখপাঠ্য। এই গ্রন্থের গল্পগুলোর কাহিনীতে অন্তর্নিহিত রয়েছে সাম্প্রতিক কালের সামাজিক অবস্থার প্রচ্ছন্ন প্রতিচ্ছবি, মানুষের জীবনাচরণের কিঞ্চিৎ আক্ষরিক তথ্যচিত্র এবং মূল্যবোধ অনুশীলনের বর্তমান অবস্থার চিত্র। তাই গ্রন্থটি অবশ্যই পাঠক সমাদৃত হবে বলে আমরা বিশ্বাস করি।
লেখক একজন স্বনামধন্য শিক্ষক। তিনি তাঁর শিক্ষার্থীদের অতিপ্রিয় বণিক স্যার। তাঁর বাচনভঙ্গি যেমন চমৎকার, তাঁর লেখার হাতও সুনিপুণ। তিনি শিক্ষকতার পাশাপাশি সমাজকে নিয়েও ভাবেন; ভাবেন মানুষের আচার-আচরণ এবং মনুষ্যত্ববোধ নিয়ে, যা তাঁর লেখায় প্রকাশ পায়। অত্যন্ত বিনয়ী এবং নিভৃতচারী এই মানুষটির লেখায় কেমন যেন একটা জাদু আছে, আছে একটা আকর্ষণ। তাঁর কোন লেখা পড়তে শুরু করলে তা শেষ না করা পর্যন্ত পাঠক তৃপ্তি পান নাÑ আর এটিই তাঁর লেখার বৈশিষ্ট্য। আমরা আমাদের প্রকাশনা সংস্থা বিশ্বসাহিত্য ভবন কর্তৃক এ পর্যন্ত তাঁর পাঁচটি গ্রন্থ প্রকাশ করেছি।
লেখকের প্রথম গ্রন্থ আমার শিক্ষক জীবন (একুশে বইমেলা-২০১৮), দ্বিতীয় গ্রন্থ শতরূপা শ্বেতদ্বীপে (একুশে বইমেলা-২০১৯) এবং তৃতীয় গ্রন্থ নিধিরামের ভূত দর্শন (একুশে বইমেলা-২০২০) অতিশয় সুখপাঠ্য এবং পাঠক সমাদৃত হয়েছে। তাঁর এবারের (একুশে বইমেলা-২০২১) দুটি গ্রন্থ ক্রুগার ন্যাশনাল পার্ক এবং কিনসুগিও পাঠক সমাদৃত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
<!--[if gte mso 9]><xml>
Book Name: | ক্রুগার ন্যাশনাল পার্ক |
Authors: | NA |
Publisher: | বিশ্বসাহিত্য ভবন |
Edition: | 2021 |
ISBN Number: | 9789848044490 |
Total Page | 0 |