সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি... ভিন্ন স্বাদের বই। শাহরিয়ার মাহমুদ প্রিন্স জীবনীকার নয়। তবে জীবনের সৌরভময় অভিজ্ঞতা ও অভিজ্ঞানের সুশোভিত পথে যাঁরা গুণী মানুষ হিসেবে তার কাছে প্রণম্য হয়ে আছেন, তাঁদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করতে এই প্রয়াসবদ্ধ উদ্যোগ নিয়েছে সে। এই উদ্যোগের জন্য সানন্দে তাকে অভিনন্দন জানাই।
আমার প্রণম্য প্রয়াত বন্ধু অধ্যাপক মমতাজউদদীন আহমদের সুযোগ্য ভাগ্নে শাহরিয়ার মাহমুদ প্রিন্স। এই তরুণের মধ্যে আমি সদা দীপ্তময় এক আশ্চর্য্য শক্তির সন্ধান পেয়েছি। ধুলিময় জীবনের শত বাঁধাকে টপকে, প্রবঞ্চিত সময়ের স্রোতকে উপেক্ষা করে- সে চারিদিকে শুভ্রতা ছড়িয়ে দিক, উদিত ভোরের দিকে এগিয়ে যাক একবুক স্নিগ্ধ ভালোবাসা নিয়ে- এই তো চাই আমি! আমার উজাড় করা আশীর্বাদ আছে ওর জন্য। সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি’র ভেতর যাঁরা জাগ্রত হয়েছেন, বহুবিধ সূত্রে যাঁরা এই উদীয়মান তরুণকে স্নেহ ভালোবাসা দান করেছেন এবং তার চেতনার মধ্যে যাঁরা মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িকতার বীজমন্ত্র বিতরণ করেছেন- তাঁদের সকলকেই সে অমলিন শ্রদ্ধাময়তায় সজীব রাখতে চেয়েছে। তার রচনাশৈলীর মধ্যে একটা স্নিগ্ধ আমেজ আছে, আর ভাষার ক্ষেত্রে বিনয়ের অভাব নেই। বইটির মাধ্যমে সমকালীন সাহিত্যজগতে শাহরিয়ার মাহমুদ প্রিন্সের একটি নির্মল পরিচিতি ঘটবে বলেই আমার বিশ্বাস।