২৫ সাহসী নারী উদ্যোক্তা নিয়ে এই সংকলন। যারা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে যেমন নিজের আয়ের পথ তৈরি করেছে,তেমনি অনেক নারীর কর্মসংস্থানের সুযোগও করে দিচ্ছেন। আমাদের সমাজে একজন নারীর উদ্যোক্তা হয়ে উঠা সহজ নয়। অনেক বাধা পেরিয়ে আসতে হয় তাদের। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব দিকে তাদের থাকে সমস্যা।
সংকলিত ২৫ সাহসী নারী উদ্যোক্তার গল্প বইটি নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে সহায়ক হবে।কারণ বর্তমান সময়ে পড়ালেখা জানা অনেক নারী উদ্যোক্তা হয়ে স্বাধীন ব্যবসা পরিচালনা করতে চান। তবে নানামুখী ব্যস্ততার মুখে সাহস করে উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারেন না। এই বই থেকে তারা পাবেন সাহস এবং এগিয়ে আসার দৃঢ় প্রত্যয়।