জ্ঞানের দোকান
কিতাব পড়া মহাজন ছড়াও আলোর দিশা
হয় না পড়া কলব তোমার বিষম অমানিশা
তীর্থ থেকে তীর্থে গমন জন্মান্তর জনমভর
বিস্মরণে অদ্যাবধি যে পথ গেছে নিজের ঘর
শয়তান মেরে পলে পলে
ঝুলে থাকো অহমের গলে।
যথেষ্ট হইছে বাপ
এবার জ্ঞানের দোকান বন্ধ করো
তোমার জানাশোনার খ্যাতা পোড়ো
এসব বন্ধ করো বাপ
জ্ঞানের দোকান বন্ধ করো।
যে না জানে হকের শক্তি
খোদ তারে দেয় না ভক্তি
আমি তাই ডুবে আছি কুফার দরিয়ায়
নাই কোনো স্রোতধারা, চলে না তরণি।
এসব বন্ধ করো বাপ
তোমার জানাশোনার খ্যাতা পোড়ো।
(বুল্লা সাঁইয়ের আলিফ অবলম্বনে)
Book Name: | মোকসেদুল বাংলা |
Authors: | আলমগীর নিষাদ |
Publisher: | আদর্শ |
Edition: | 1st Published, 2021 |
ISBN Number: | 9789849523499 |
Total Page | 0 |
No avaliable information about আলমগীর নিষাদ.