রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর (১৯৫৬-১৯৯১) উত্থান ও বিকাশ সত্তরের দশকের শুরুতে হলেও প্রাসঙ্গিক রয়ে গেছেন এখনো। কাব্যভুবনে তাঁর সময়ের বেঁচে থেকেও যখন মৃতপ্রায়, তখন অকালপ্রয়াণ সত্ত্বেও রুদ্র জেগে আছেন, নিয়ত নবায়িত হচ্ছেন পাঠকের মনে। সময়ের সবচেয়ে আলোচিত ও নন্দিত কবি ছিলেন তিনি। আজ মৃত্যুর তিন দশক পরেও রুদ্রর কবিতা পঠিত হচ্ছে, প্রাতিষ্ঠানিক চর্চা হচ্ছে, বিদ্যায়তনিক পঠন-পাঠনের আওতাভুক্ত হচ্ছেন। ক্রমশ উজ্জ¦ল হতে-থাকা রুদ্রর জীবন ও কবিতা নিয়ে প্রথম গবেষণা করেন তাঁর অনুজপ্রতিম ও স্নেহধন্য কবি তপন বাগচী। বাংলা একাডেমি প্রকাশ করে তপন বাগচীর লেখা জীবনীগ্রন্থ। এরপর তিনি রচনা করেন আরেকটি গবেষণাগ্রন্থ। জীবনী ও গবেষণাগ্রন্থটিও নতুন এক গ্রন্থের রূপ নেয়। রুদ্র ও তাঁর কবিতা নিয়ে যাঁরাই গবেষণা করছেন, তাঁরাই দ্বারস্থ হচ্ছেন এই গ্রন্থের। কেউ কেউ স্বীকৃতি ছাড়াই ব্যবহার করেছেন তপন বাগচীর আবিষ্কৃত ও উদ্ধৃত তথ্য। তপন বাগচী রচিত সেই আকরগ্রন্থটি আজ নবকলেবরে উপস্থিত হলো পাঠকের দরবারে। রুদ্রচর্চায় অনন্য এই আদর্শ জীবনীগ্রন্থ পাঠকের সংগ্রহকে সমৃদ্ধ করবে, মননকে উসকে দেবে, আমাদের প্রত্যয় এমনই।
Book Name: | ভালো আছি ভালো থেকো : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ |
Authors: | তপন বাগচী |
Publisher: | কবি প্রকাশনী |
Edition: | 1st Published, 2021 |
ISBN Number: | 9789849493341 |
Total Page | 208 |
No avaliable information about তপন বাগচী.